শাহরুখ-করণ অতীত, অমিত শর্মার হাতে ‘অপারেশন খুকরি’
ভারতীয় সেনাবাহিনীর বীরগাথাকে পর্দায় মেলে ধরতে চলেছেন পরিচালক। সিয়েরা লিওনে ভারতীয় সেনাবাহিনীর অভিযানের গল্পকেই এবার সেলুলয়েডে নিয়ে আসছেন অমিত শর্মা। ভারতীয় সশস্ত্র সেনাবাহিনীর ব্যাতিক্রমী সাহস ও পেশাদারিত্বের প্রদর্শনের পাশাপাশি এক জটিল এবং সাহসী উদ্ধার অভিযান নিয়েই পরিচালকের এই ছবি। ছবির নাম ‘অপারেশন খুকরি’।