Film Review: ‘অপরাজিত’ বাঙালির নস্টালজিয়ার দুঃখবিলাসে প্রকাশ্যে চোখ মোছার অহংকার

এই ছবি বাঙালিকে বাধ্য করবে আরেকবার ‘পথের পাঁচালী’ দেখতে। এই ছবি আবার একবার বাধ্য করবে সর্বজয়ার সহমর্মী হয়ে চোখের জল ফেলতে। অনেক নস্টালজিয়ার একটা দুঃখবিলাস থাকে। ‘অপরাজিত’ সেই দুঃখবিলাসে প্রকাশ্যে চোখ মোছার অহংকার।