Film Review: ভালবাসার ওমে ফেরার গল্প বলে ‘আরো এক পৃথিবী’

যে বিক্ষিপ্ততার প্রতি সাধারণত উদাসীন থেকেছে বাঙালি দর্শক সেই দর্শককেই অতনু উপহার দিলেন নিজের বিক্ষিপ্ত ভাবনার এক আখ্যান। আর এই জায়গা থেকেই ‘আরো এক পৃথিবী’ একদম আলাদা। ভাল গল্পবলিয়ের তকমা ঝেড়ে না ফেলে আমাদের পাশে থাকা অনেক মানুষ যারা আমাদের সমাজের অংশ হয়েও অংশ নয় তাদের কথাই গল্পে বুনলেন পরিচালক অতনু ঘোষ।