বিবস্ত্র গণতন্ত্র? অগ্নিমিত্রার নেতৃত্বে ধর্না বিধানসভার সামনে
“বিবস্ত্র গণতন্ত্র, লজ্জা লোকাবার স্থান কোথায়!”, লেখা প্ল্যাকার্ড হাতে অগ্নিমিত্রা পাল। আর তাঁর নেতৃত্বে বিজেপির মহিলা বিধায়কেরা ধর্নায় বসলেন। সোমবার বিধানসভার গাড়িবারান্দার সামনেই কোচবিহার এবং চোপড়ার ঘটনার প্রতিবাদে মুখর হলেন অগ্নিমিত্রা, চন্দনারা। রাজ্যের সন্ত্রাস নজিরবিহীন জানিয়ে তাদের দাবি অবিলম্বে সরকারি পদক্ষেপের।