Exclusive: ‘মানিকবাবুর মেঘ’-এ ভালবাসার বৃষ্টি প্রসেনজিতের
অনির্বাণ ভট্টাচার্য এই ছবি নিবেদন করছেন বলে ভীষণ খুশি ইন্ডাস্ট্রির ‘বুম্বাদা’। “অনির্বাণ আমার ছোট ভাইয়ের মত। ও আজ একজন প্রতিষ্ঠিত অভিনেতা-পরিচালক। আমি খুব গর্বিত ওর মত একজন মানুষ এরকম একটা ছবির পাশে দাঁড়িয়েছে বলে। হয়ত ছবিকে এইসব ব্যাপার বিরাট কোনও সাহায্য করে না তবু অনির্বাণ ভট্টাচার্য একটা ছবিকে প্রেজেন্ট করার একটা গুরুত্ব আছেই”, স্নেহ মেশানো গলায় বললেন তিনি।