যৌনকর্মীরা এই ছবিটা দেখলে আমি খুব খুশি হব: প্রিয়া
মূল পরিচয় হল, তাঁর জন্ম আর বেড়ে ওঠা কানাডায়। তবু তিনি খাঁটি বাঙালি। মুম্বইকে ঘর ভাবেন এখন। ঝরঝরে বাংলাতে কথা বলেন, বাংলায় ঠাট্টা-তামাশা-টিপ্পনী বুঝতে পারেন, করতেও পারেন। নিজেকে ‘অ্যাক্সিডেন্টাল অ্যাক্টর’ বলেন। ফ্রেন্ডস কমিউনিকেশনের প্রযোজনায় সদ্য মুক্তি পাওয়া প্রতিম দাশগুপ্ত’র ছবি ‘চালচিত্র’তে এক বলিষ্ঠ নারী চরিত্রে নজর কেড়েছেন তিনি। আর গৌণ পরিচয় হল, তিনি রাজ বব্বর-স্মিতা পাতিলের পুত্র প্রতীকের বাগদত্তা। প্রিয়া বন্দ্যোপাধ্যায়। নিজের প্রথম বাংলা ছবির প্রিমিয়ারে শহরে এসে সময় বার করে আড্ডা দিলেন।