উঠল বেস প্রাইসের ১২ শতাংশ, ডাহা ফেল ৫জি স্পেকট্রাম নিলাম

দু’বছর পর হওয়া সত্ত্বেও ডাহা ফ্লপ হল দ্বিতীয় দফার ৫জি স্পেকট্রাম নিলাম। মাত্র দু’দিনে শেষ হয়ে গেল নিলাম। শেষবার সাত দিন ধরে চলেছিল নিলাম। সর্বোপরি, সরকারের রাখা সর্বনিম্ন মূল্যের ধারেকাছেও পৌঁছলো না দর। সর্বনিম্ন ৯৬,২৩৮ কোটি টাকা দর রাখলেও তা উঠল মাত্র ১১,৩৪০ কোটি টাকায়, মানে ১২ শতাংশেরও কম।
ভারতের মুখ্য তিন টেলিকম অপারেটর রিলায়েন্স জিও ইনফোকম (Reliance Jio Infocom), ভারতী এয়ারটেল (Bharti Airtel) এবং ভোডাফোন আইডিয়া (Vodafone Idea – Vi) অতিরিক্ত ৫জি টেলিকম স্পেকট্রামের জন্য প্রতিদ্বন্দ্বিতা করল। মঙ্গলবার সকালে নিলাম শুরু হয়ে বুধবার দুপুরে মোট সাত রাউন্ডের পর শেষ হয়েছে। সমস্ত স্পেকট্রাম মিলিয়ে সরকার বেস প্রাইস নির্ধারিত করেছিল কমপক্ষে ৯৬,২৩৮ কোটি টাকা।