খুঁটি পুজো করল ভবানীপুর ৭৫ পল্লী

ভবানীপুর ৭৫ পল্লী উদ্ভাবনী পুজো পদ্ধতির জন্য দীর্ঘকাল ধরেই প্রশংসা পেয়ে আসছে। ক্লাবের সেক্রেটারি সুবীর দাস বলেন, “আমাদের ৬০ তম বছরে, আমরা আন্তঃধর্মীয় খুঁটি পুজোর প্রবর্তন করতে পেরে রোমাঞ্চিত, যা সাংস্কৃতিক বৈচিত্র্যের মাধ্যমে ঐক্য গড়ে তোলার প্রতি আমাদের দায়বদ্ধতার উদাহরণ৷”