Exclusive:অস্কার কর্তৃপক্ষ বুদ্ধদার উপরে হওয়া কাজগুলো সংরক্ষণ করতে চায়: সোহিনী
বুদ্ধদা এমন একজন মানুষ যাঁকে সারা পৃথিবীতে ‘মাস্টার ফিল্মমেকার’ হিসেবে দেখা হয়। অস্কার কর্তৃপক্ষ মানে ‘অ্যাকাডেমি সোসাইটি’ বুদ্ধদার উপরে হওয়া কাজগুলোকে সংরক্ষণ করতে চাইছেন। মুম্বইয়ে ওঁকে নিয়ে সাংঘাতিক লাফালাফি আমি নিজে দেখেছি। কেরলে তো মাতামাতি আছেই। কিন্তু সত্যিই নিজের রাজ্যে বা নিজের শহরে ওঁকে নিয়ে চর্চা অনেক কম। সেই চর্চা বাড়ানোটাকেও অন্যতম গুরুত্বপূর্ণ একটা কাজ হিসেবেই দেখছি আমি।