ক্যামডেনের ১০৮ প্রদীপের আলোয় ফুটে উঠবে অভয়ার মুখ

৬০-এর দশকের লন্ডনে বসবাসকারী কয়েকজন প্রবাসী বাঙালির হাত ধরে শুরু হওয়া পুজোটা ষাট শরৎ পেরিয়ে পড়েছে ৬১ তম বর্ষে। ভাল লাগার স্মৃতিতে আজও ভরপুর ক্যামডেন। এমনকি অতিমারির অন্ধকারে স্তব্ধ ব্রিটেনেও কৈলাশ থেকে সপরিবারে উমা পা রেখেছিলেন টেমসের ধারের এই ‘সুইস স্কটেজ লাইব্রেরি’র বারান্দায়। ক্যামডেনের দুর্গাপুজো মণ্ডপের আভিজাত্যের কারণেই শিরোনামে থাকে বারবার। লক্ষী মিত্তলদের পুজো, তায় তার জৌলুস অনেক বেশি। এমন আভিজাত্যের টানেই দেশ বিদেশের সংবাদমাধ্যম ছুটে আসে লন্ডনে।