সাগরপারে শুরু, বাংলায় এবার সাতদিন ‘ফ্রাইডে’!
এর আগে প্রযোজনা সংস্থা সুরিন্দর ফিল্মস-এর ‘আড্ডাটাইমস্’, এসভিএফ-এর ‘হইচই’ এবং অ্যাঞ্জেল ডিজিটালের ‘ক্লীক’ পশ্চিমবঙ্গে বাংলা কনটেন্ট তৈরি করেছে। পরবর্তীতে ‘হইচই’ বাংলাদেশেও নিজেদের বিস্তার করে আবার বাংলাদেশের ‘চরকি’ প্ল্যাটফর্ম পশ্চিমবঙ্গে আসে। ‘ফ্রাইডে’ও বাংলাদেশে বিস্তার করবে কিনা সেটা সময় বলবে। সব মিলিয়ে আগামীতে বাংলা ওটিটির কনটেন্টের লড়াই যে আরও জমে যাবে এ নিয়ে কোনও সন্দেহ নেই।