Exclusive: বাংলা ছবিতে এই রকমের পারফরম্যান্স সচরাচর আমরা দেখি না
আমার মনে হয়, নতুন প্রজন্মের ছেলে মেয়েদের কাছে এটা একটা উদাহরণ এবং অবশ্যই অনুপ্রেরণার বিষয়। চরিত্রটার পরিসর যে খুব বড় তা নয়। তাতেও কত রকমের অনুভূতি, আবেগের স্তর প্রকাশ! আর সবথেকে গুরুত্বপূর্ণ, সেই প্রকাশ কিন্তু কোনভাবেই সিনেমার অভিনয়ের গণ্ডি ছেড়ে বেরিয়ে যাচ্ছে না! বেশিরভাগ জায়গায় কথা নেই, কেবল অভিব্যক্তি। কিন্তু সেই অভিব্যক্তি গুলোর মধ্যে এমন একটা প্রাণ আছে যা কখনও চরিত্রটাকে একঘেয়ে লাগতে দেয় না। এমন একটা জীবন এই ছবিতে দেখানো হয়েছে যা বাংলা ছবিতে বড় একটা দেখা যায় না। একটা গভীর একাকীত্ব, সেখান থেকে মেঘের সঙ্গে তাঁর সম্পর্ক গল্পটাকে যে একটা পরাবাস্তবতার পর্যায় নিয়ে যাচ্ছে, যা যথেষ্ট ব্যতিক্রমী প্রয়াস বলতেই হবে।