একা বসে লেখাটাই আমার কাছে সব থেকে আনন্দের: প্রতিম
নতুন প্রজন্মের পরিচালকদের মধ্যে যে কজনের ছবির ভাষা খুব সাবলীল তার মধ্যে অন্যতম তিনি। সফল সাংবাদিক, সফল পরিচালক। প্রতিম দাশগুপ্ত। মুক্তি পেতে চলেছে ফ্রেন্ডস কমিউনিকেশনের প্রযোজনায় প্রতিম ডি. গুপ্ত-র নতুন ছবি ‘চালচিত্র’। ছবি মুক্তির আগে পরিচালক একান্তে আড্ডা দিলেন বেশ কিছুক্ষণ।