বিক্রমাদিত্য মোতওয়ানের ‘সিটিআরএল’-এ মুখ্য চরিত্রে অনন্যা
ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন অনন্যা পান্ডে এবং বিহান সামাত। অনন্যা ছবিতে নেলা অবস্থি এবং বিহান জো ম্যাসকারেনহাসের চরিত্রে অভিনয় করছেন। ছবির কাহিনি আবর্তিত হয়েছে রোমান্টিক দম্পতি নেলা ও জো-কে কেন্দ্র করে। এরা দু’জনে সম্মিলিতভাবে সোশ্যাল মিডিয়ায় কনটেন্ট তৈরি করেন। তাদের তৈরি বিষয় দর্শকরা ভীষণ পছন্দ করেন। কিন্তু ঘটনাচক্রে যখন তাদের ব্রেকআপ বা ছাড়াছাড়ি হয়ে যায় তখন কি হয়?