সারাদিন অনাথ আশ্রমে ‘সূর্য’ বিক্রম, পাশে দর্শনা

কিছু মানুষ নিজের পাওয়াগুলো উজাড় করে দিতে চায় অন্যদের জন্য। নিজের জীবনের আনন্দের বিনিময়ে দেখতে চায় অন্যের হাসিমুখ। ছবির ‘সূর্য’ এরকমই। নিজে আগুনে পুড়ে আলোয় অন্যের জীবন ভরিয়ে দেওয়া সূর্য। অনাথ আশ্রমের বাচ্চাদের সঙ্গে সময় কাটাতে গিয়ে তাদের সঙ্গে ছবি আঁকা, খুনসুটি থেকে কেক কাটা সবই চলল দিনভর। বিক্রমদা আর দর্শনাদিকে পেয়ে বাচ্চারাও ভীষণ খুশি। হল একসঙ্গে জমিয়ে খাওয়া দাওয়া।

প্রকাশ্যে ‘পরিচয় গুপ্ত’ টিজার, লুকে চমক ঋত্বিক, ইন্দ্রনীল, জয়ের

মুক্তি পেল রণ রাজের ‘পরিচয় গুপ্ত’ ছবির টিজার। এই পারিবারিক রহস্য ঘরানার ছবিতে প্রধান চরিত্রে দেখা যাবে ঋত্বিক চক্রবর্তী ও ইন্দ্রনীল সেনগুপ্তকে। এঁরা ছাড়াও ছবিতে আছেন দর্শনা বনিক, জয় সেনগুপ্ত ও অন্যান্যরা।

প্রকাশ্যে ট্রেলার, ১৯ জুলাই বড় পর্দায় সূর্যোদয়

প্রকাশ পেল বিক্রম চট্টোপাধ্যায়ের নতুন ছবি ‘সূর্য’-এর ট্রেলার। শিলাদিত্য মৌলিকের পরিচালনায় এই ছবির পুরো ট্রেলারে বিক্রমের মুখে কোনও সংলাপ শোনা যায়নি।