করণের হাত ধরে আবার জাহ্নবী-ইশান জুটি, পরিচালক নীরজ
বলিউডে তথাকথিত ‘স্টারকিড’দের লঞ্চিং প্যাড হলেন করণ জোহর। ২০১৮ তে তাঁর প্রযোজনা সংস্থা ধর্মা প্রোডাকশনের ব্যানারে মুক্তি পেয়েছিল ‘ধড়ক’। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন জাহ্নবী কাপুর ও ইশান খট্টর। সেই ছবিতেই প্রথমবারের জন্য একসঙ্গে জুটি বেঁধেছিলেন দু’জনে। মারাঠি ব্লকবাস্টার ছবি ‘সাইরাট’-এর সেই হিন্দি রিমেকের পরিচালকের আসনে ছিলেন শশাঙ্ক খৈতান। তারপর কেটে গিয়েছে ছ’বছর। এবার আবার সেই জুটিকেই পর্দায় ফেরাচ্ছেন করণ।