ক্রাইম ড্রামা ও সাই-ফাই মিশেলে আসছে অভিজিতের ‘ধ্রুবর আশ্চর্য জীবন’
এমনই বিষয়ভাবনাকে এবার সেলুলয়েডে তুলে ধরেছেন পরিচালক অভিজিৎ চৌধুরী, তাঁর ছবি ‘ধ্রুবর আশ্চর্য জীবন’-এর মধ্যে দিয়ে। ক্রাইম ড্রামা ও সায়েন্স ফিকশনের মিশেলে আবর্তিত এই ছবি আসলে ছবির মুখ্য চরিত্র ধ্রুবর জীবনের চারটি সম্ভবনা, চার জগতের আশ্চর্যময় আখ্যান। আর সেই জীবনের ভিন্ন ভিন্ন রূপের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছেন চার কিংবদন্তি চিত্রশিল্পী। তাঁরা হলেন যামিনী রায়, গগনেন্দ্রনাথ ঠাকুর, বিকাশ ভট্টাচার্য ও বিনোদবিহারী মুখোপাধ্যায়। ছবিতে কোথাও গিয়ে এই চারজন শিল্পী ও তাঁদের শিল্পকলা রূপকের আঙ্গিকে জড়িয়ে যায় ধ্রুবর জীবনের সঙ্গে। ধ্রুবর জীবনের চারটি অধ্যায় কিভাবে পরস্পরের সঙ্গে যুক্ত? চারটি জীবনের মধ্যে দিয়ে কি সমান্তরাল বিশ্বে উঁকি দেওয়া যাবে?