ক্যামডেনের ১০৮ প্রদীপের আলোয় ফুটে উঠবে অভয়ার মুখ

৬০-এর দশকের লন্ডনে বসবাসকারী কয়েকজন প্রবাসী বাঙালির হাত ধরে শুরু হওয়া পুজোটা ষাট শরৎ পেরিয়ে পড়েছে ৬১ তম বর্ষে। ভাল লাগার স্মৃতিতে আজও ভরপুর ক্যামডেন। এমনকি অতিমারির অন্ধকারে স্তব্ধ ব্রিটেনেও কৈলাশ থেকে সপরিবারে উমা পা রেখেছিলেন টেমসের ধারের এই ‘সুইস স্কটেজ লাইব্রেরি’র বারান্দায়। ক্যামডেনের দুর্গাপুজো মণ্ডপের আভিজাত্যের কারণেই শিরোনামে থাকে বারবার। লক্ষী মিত্তলদের পুজো, তায় তার জৌলুস অনেক বেশি। এমন আভিজাত্যের টানেই দেশ বিদেশের সংবাদমাধ্যম ছুটে আসে লন্ডনে।

খুঁটি পুজো করল ভবানীপুর ৭৫ পল্লী

ভবানীপুর ৭৫ পল্লী উদ্ভাবনী পুজো পদ্ধতির জন্য দীর্ঘকাল ধরেই প্রশংসা পেয়ে আসছে। ক্লাবের সেক্রেটারি সুবীর দাস বলেন, “আমাদের ৬০ তম বছরে, আমরা আন্তঃধর্মীয় খুঁটি পুজোর প্রবর্তন করতে পেরে রোমাঞ্চিত, যা সাংস্কৃতিক বৈচিত্র্যের মাধ্যমে ঐক্য গড়ে তোলার প্রতি আমাদের দায়বদ্ধতার উদাহরণ৷”