কয়লা মন্ত্রকের উদ্যোগে দেশের প্রথম ভূগর্ভস্থ কয়লার গ্যাসীকরণ শুরু

দু বছরের এই প্রকল্পে দুটি পর্যায় থাকছে। বোরহোল ড্রিলিং এবং পরীক্ষার মাধ্যমে প্রযুক্তিগত সম্ভাব্যতা বিচারের মধ্যে দিয়ে চলতি মাসের ২২ তারিখ থেকে ইতিমধ্যেই প্রথম পর্যায়ের কাজ শুরু হয়েছে।প্রতিবেদন তৈরি করা জড়িত। দ্বিতীয় পর্যায়ে থাকবে কয়লার গ্যাসীকরণের প্রকল্পের বাস্তবায়নে জোর দেওয়া হবে। এই পাইলট প্রকল্পের সার্থক রূপান্তর দেশের কয়লা সম্পদের সদ্ব্যবহার করে ‘এনার্জি সেক্টর’কে আমূল বদলে দেবে মনে করছে মন্ত্রক।