আট বছর পর বলিউডে ফিরে শেফ ফাওয়াদ, সঙ্গী বাণী

ফাওয়াদ খান যে হিন্দি ছবির হাত ধরে বলিউডে কামব্যাক করতে চলেছেন সেই ছবিতে তাঁর বিপরীতে রয়েছেন বাণী কাপুর। ছবিতে একজন শেফের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তাঁকে। ছবিটি পরিচালনা করবেন আরতি বাগদী। যিনি ইতিপূর্বে ‘চলতি রহে জিন্দেগী’র মত ছবি উপহার দিয়েছেন দর্শকদের। সীমা বিশ্বাস, মঞ্জরী ফডনিস, ইন্দ্রনীল সেনগুপ্ত, সিদ্ধান্ত কাপুর অভিনীত সেই ছবি রীতিমত প্রশংসিত ও সমাদৃত হয়েছে দর্শকমহলে।