সিনেমা হোক বা সাবান, যে কোনও কিছু বিক্রি করতে গেলে আগে তার বাজার তৈরি করতে হয়। পৃথিবীর সবথেকে বেশি বলা ভাষার মধ্যে ছ’নম্বর স্থানে থাকা ভাষায় ছবি বানিয়েও আমরা সেই বাজারটা তৈরি করতে পারিনি। এটা কিন্তু আমাদের একটা বিরাট ব্যর্থতা। আজকে যদি ১২ কোটি তামিল বা ৫-৬ কোটি পঞ্জাবি মানুষ থাকেন, তাঁরা যদি ২৫ কোটি, ৫০ কোটি, ১০০ কোটি টাকার ব্যবসা করতে পারেন, আমরা পারব না কেন? তাই চ্যালেঞ্জের দিকে না দেখে আমাদের উচিত আত্মবিশ্লেষণ করা। আমাদের একসঙ্গে বসে সদুপায় বার করতে হবে। বুঝতে হবে, কোথায় ভুলটা হচ্ছে। আমি আমার দিক থেকে করছি। আমার মনে হয় সকলেরই এটা করা উচিত, মত ফিরদৌসুল হাসানের।