এবার শেখর-ললিতা রূপে গৌরব-দেবচন্দ্রিমা, ‘পরিণীতা’ নিয়ে হইচই
বাংলা সাহিত্য এক অফুরন্ত স্বর্ণখনি। মণি মুক্তো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেখানে। তাই যখনই সেখান থেকে উঠে আসে চিরন্তন কোনো কাহিনি, দর্শক আবেশে মুগ্ধ চোখে ডুব দেয় সেখানে। কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘পরিণীতা’ তেমনই এক অমূল্য আখ্যান। রোম্যান্টিক এই উপন্যাস জুড়ে রয়েছে প্রেম, ত্যাগ এবং পরিণয়ের এক সুমধুর গল্প। তাই তো সেই কাহিনি আজও রয়ে গিয়েছে সকলের মনের মণিকোঠায়।