ঋত্বিক বলবেন ‘আই অ্যাম লেজেন্ড’! পরিচালক কে?

সুপারহিট হলিউড ছবি ‘আই অ্যাম লেজেন্ড’ হিন্দিতে বানাতে চলেছেন ঋত্বিক রোশন। ইতিমধ্যেই ২০০৭ এর উইল স্মিথ অভিনীত ছবিটির স্বত্ব কিনেছেন তিনি। ইন্ডাস্ট্রি সূত্রে খবর, আপাতত চলছে পরিচালক বাছাইয়ের কাজ। এও শোনা যাচ্ছে, ছবি নিজেই প্রযোজনা করবেন ঋত্বিক।

রাকেশ রোশনের জীবন নিয়ে ডকু-সিরিজে শাহরুখ-প্রিয়াঙ্কা, রেখা-জীতেন্দ্র

রাকেশ রোশনের জীবনকে ঘিরে তৈরি হয়েছে একটি ডকুমেন্টারি-সিরিজ। সম্প্রতি শেষ হয়েছে সেই কাজ। এই ডকু-সিরিজটি পরিচালনা করেছেন শশী রঞ্জন। এই ডকুমেন্টারিতে যেমন দেখা যাবে হৃত্বিক সহ রোশন পরিবারের অন্যান্য সদস্যদের, তেমন‌ই রয়েছেন বলিউডের একাধিক তারকাও। তালিকায় রয়েছেন শাহরুখ খান, প্রিয়াঙ্কা চোপড়া সহ একাধিক বলিউড স্টার। এদের পাশাপাশি রাকেশের বন্ধুপ্রতিম সহ-অভিনেতা জীতেন্দ্র, রেখা’র মত বর্ষীয়ান শিল্পীদের সাক্ষাৎকারও রয়েছে।