বাংলা ছবির নতুন অধ্যায় ‘দেবী চৌধুরানী’র হাত ধরে
বাংলা ছবি প্রযোজনার জগতে এক নতুন অধ্যায়ের শুরু হতে চলেছে। সৌজন্যে ‘দেবী চৌধুরানী’। ভারত এবং যুক্তরাজ্য যৌথ প্রযোজনায় প্রথম বাংলা ছবি হতে চলেছে শুভ্রজিৎ মিত্রের এই ছবি।
বাংলা ছবির বিশ্বের আঙিনায় আরও বেশি ঠাঁই করে নেওয়ার পথে এক ঐতিহাসিক সিদ্ধান্ত হিসেবেই থেকে যাবে এই ছবি। ‘দেবী চৌধুরানী’ প্রযোজনা করতে চলেছেন LOK আর্টস কালেকটিভ (ভারত/যুক্তরাজ্য) এর সৌম্যজিৎ মজুমদারের সঙ্গে এডিটেড মোশন পিকচার্স (যুক্তরাষ্ট্র/ভারত) এর অপর্ণা এবং অনিরুদ্ধ দাশগুপ্ত।