সরস্বতীর বাহন এবার কলকাতা ব‌ইমেলার ম্যাসকট

শীতের কলকাতার অন্যতম আকর্ষণ কলকাতা ব‌ইমেলা। ইতিমধ্যেই সেই ব‌ইমেলার ঢাকে কাঠি পড়ে গেছে। প্রকাশ্যে এসেছে ৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার ফোকাল থিম কান্ট্রি-র নাম, জার্মানি। ২৮ জানুয়ারি মেলা উদ্বোধন করবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সল্টলেকের করুণাময়ী বইমেলা প্রাঙ্গণে মেলা চলবে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত।