‘কালরাত্রি’-র হাত ধরে ওয়েবে সৌমিতৃষা, ট্রেলার লঞ্চে হাজির কনেসাজে

অঘ্রাণের শনিবাসরীয় বিকেল। গুটি গুটি পায়ে শীতের আনাগোনা শুরু শহর তিলোত্তমায়। শুরু হয়ে গিয়েছে বিয়ের মরশুম। হঠাৎ করেই হ‌ইচ‌ই-এর অফিস সুসজ্জিত বিয়েবাড়ির আদলে। সেখানেই কনের সাজে সিঁথিতে সিঁদুর পরে হাজির অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু। এতদূর পড়ে চমকে ওঠা পাঠকদের উদ্দেশ্যে জানাই এগুলো সবটাই তাঁর আসন্ন ওয়েব সিরিজের ট্রেলার লঞ্চের সৌজন্যে। বাস্তবের সঙ্গে এর কোন‌ও সম্পর্ক নেই।