ঋত্বিক বলবেন ‘আই অ্যাম লেজেন্ড’! পরিচালক কে?
সুপারহিট হলিউড ছবি ‘আই অ্যাম লেজেন্ড’ হিন্দিতে বানাতে চলেছেন ঋত্বিক রোশন। ইতিমধ্যেই ২০০৭ এর উইল স্মিথ অভিনীত ছবিটির স্বত্ব কিনেছেন তিনি। ইন্ডাস্ট্রি সূত্রে খবর, আপাতত চলছে পরিচালক বাছাইয়ের কাজ। এও শোনা যাচ্ছে, ছবি নিজেই প্রযোজনা করবেন ঋত্বিক।