জীবনের মধ্যে মিশে যাওয়াটাকে মিস করি: অনির্বাণ
তাঁর অভিনয় দেখার জন্য মুখিয়ে থাকে আট থেকে আশি। সত্যিই তাই। ‘একেনবাবু’ তাঁকে যে প্রতিষ্ঠা দিয়েছে, সেটাকে তিনি ছড়িয়ে দিয়েছেন সমস্ত রকমের চরিত্রের মধ্যে। এই মুহূর্তে বাংলার অন্যতম ব্যস্ত অভিনেতা বললে তাঁর নাম প্রথমের সারিতে আসে। সব রকমের ফরম্যাটের তুখোড় অভিনেতা। মনে হয় না এমন কোনও পরিচালক আছেন, যিনি তাঁর সঙ্গে কাজ করতে চান না। আগামীকাল মুক্তি পেতে চলেছে তাঁর অভিনীত দুটি ছবি ‘চালচিত্র’ এবং ‘খাদান’। একই সঙ্গে মুক্তি পাবে ওয়েব সিরিজ ‘ভূস্বর্গ ভয়ঙ্কর’। একদিনে তিনটে নতুন কাজ। হাজার ব্যস্ততা সামলে অনির্বাণ চক্রবর্তী সময় দিলেন কিছুটা আড্ডার।