আনন্দ এল রাইয়ের ‘তেরে ইশক মে’তে ধনুষের বিপরীতে কৃতি

২০১৩। মুক্তি পেয়েছিল পরিচালক আনন্দ এল রাইয়ের ছবি ‘রাঞ্ঝনা’। সেই ছবির হাত ধরেই প্রথমবারের জন্য বলিউডের আঙিনায় পা রেখেছিলেন দক্ষিণী সুপারস্টার ধনুষ। বক্স অফিসে সফল সেই ছবির দশ বছর পূর্তি উপলক্ষ্যে ধনুষের সঙ্গে আর‌ও একটি রোমান্টিক ছবির তৈরির পরিকল্পনা নিয়েছেন পরিচালক। সেই বিষয়টিকে মাথায় রেখেই মুক্তি পেয়েছিল পরিচালক আনন্দের সঙ্গে ধনুষের পরবর্তী ছবি ‘তেরে ইশক মে’ টিজার।