মৃণাল সেনের আদর্শ আমি আমৃত্যু ধারণ করব: চঞ্চল চৌধুরী

তিনি এই উপমহাদেশের অন্যতম সেরা অভিনেতা। ‘মনপুরা’, ‘মনের মানুষ’, ‘আয়নাবাজি’ থেকে হালের ‘হাওয়া’ তাঁর উপস্থিতি সবসময়ই দিয়েছে চমক। অভিনেতা তথা গায়ক-চিত্রশিল্পী চঞ্চল চৌধুরী। মোবাইল স্ক্রিনেও তাঁর অবাধ যাতায়াতে তৈরি হয় ‘কারাগার’, ‘তাকদীর’ বা ‘মুন্সিগিরি’র মত শিল্প। দু’বার বাংলাদেশের জাতীয় পুরস্কার বিজয়ী অভিনেতার প্রথম ভারতীয় ছবি ‘পদাতিক’ মুক্তি পেল আজ। ফ্রেন্ডস কমিউনিকেশন প্রযোজিত এবং সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত মৃণাল সেনের জীবনীচিত্রে তিনি মৃণাল সেন। ছবি মুক্তির আগেই ‘দ্য কাউন্টার কালচার’ এর সঙ্গে আড্ডায় চঞ্চল চৌধুরী বললেন অনেক না বলা কথা।