সপরিবার বিনোদন দিতে আসছে ‘কুট্টুস’

সুস্থ, রুচিশীল, বাঙালিয়ানায় মোড়া বিনোদনের ঐতিহ্যকে ফিরিয়ে আনার লক্ষ্য নিয়েই পথচলা শুরু করতে চলেছে ওটিটি প্ল্যাটফর্ম ‘কুট্টুস’। যেটির ট্যাগলাইন ‘লুকিয়ে দেখার নয়’। এই ওটিটির নেপথ্যে রয়েছেন আশিস ও অনির্বাণ। তাঁরাই এই ওয়েব প্ল্যাটফর্মের অন্যতম দুই কর্ণধার। প্রসঙ্গত এই প্রথমবার কোন‌ও ওয়েব প্ল্যাটফর্মের নাম একটি দু’বছরের শিশুর নামে রাখা হয়েছে।