লোকেশ কানাগরাজের ছবিতে আমির!

একজন বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’। অপরজন দক্ষিণের নামী পরিচালক। তাঁর পরিচালিত প্যান ইন্ডিয়ান ছবিগুলো বক্স অফিসে রীতিমত ঝড় তুলেছে। এবার এই দু’জনের মেলবন্ধন ঘটতে চলেছে। এতটা শুনেই উৎসাহিত হয়ে পড়া পাঠকদের উদ্দেশ্যে জানাই নতুন ছবি নিয়ে মিটিং হয়েছে আমির খান ও পরিচালক লোকেশ কানাগরাজের মধ্যে।

কানগরাজের ‘কুলি’তে মুখোমুখি রজনীকান্ত-নাগার্জুন

প্যান ইন্ডিয়ান ছবির আঙিনায় একটি অন্যতম গুরুত্বপূর্ণ নাম লোকেশ কানগরাজ। ‘কুলি’ ছবিটি তাঁর সিনেম্যাটিক ইউনিভার্সের অংশ কিনা তা নিয়েও জোরালো হচ্ছে জল্পনা। ছবির টিজারে সোনার ঘড়ির বিষয়টি লোকেশ ফ্যানদের মধ্যে ইতিমধ্যেই এই প্রশ্ন উস্কে দিয়েছে যে ‘বিক্রম’ ছবিতে সুরিয়ার রোলেক্স চরিত্রটির সঙ্গে এর যোগসূত্র রয়েছে কিনা। তবে অনুমান যাই হোক না কেন, লোকেশের ছবিতে রজনীকান্ত বনাম নাগার্জুন, এই দ্বৈরথ দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় থাকবেন দর্শকরা তা বলাই বাহুল্য।