শেখর-ললিতার প্রেম ঘিরে হইচই, এবার অদিতির ‘পরিণীতা’
যুদ্ধ হোক কিংবা বিদ্রোহ, চারিপাশে যতই থাকুক অস্থিরতার ছোঁয়া, তার মধ্যেও বেঁচে থাকে শাশ্বত প্রেম। খাঁটি সোনার মতই আগুনের তপ্ত আঁচে পড়েও তার ঔজ্জ্বল্য এতটুকু মলিন হয়ে যায় না। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জনপ্রিয় রোম্যান্টিক উপন্যাস ‘পরিণীতা’। অমূল্য সেই আখ্যান জুড়ে ছড়িয়ে রয়েছে শেখর-ললিতার প্রেম গাথা। প্রেম, ত্যাগ এবং পরিণয়ের এই গল্পে শেখর-ললিতার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে গিরিনও। ১৯১৪ সালে প্রকাশিত এই উপন্যাস সেলুলয়েড চিত্রায়নের পাশাপাশি নাট্যমঞ্চেও মঞ্চস্থ হয়েছে বহুবার। শুধু তাই নয়। বিভিন্ন ভাষায় অনুবাদও করা হয়েছে উপন্যাসটি।