বড়পর্দা আর ওটিটি জুড়ে এবার শ্রীকৃষ্ণ
পুরাণের কথা, পৌরাণিক কাহিনি শুনতে ভালবাসেন না এমন মানুষের সংখ্যা বিরল। ছোট থেকেই লোকগাথার মত এই কাহিনিগুলোর সঙ্গেও বড় হয়ে উঠেছেন অনেকেই। তাই সেলুলয়েডে যখনই পৌরাণিক কাহিনি কে আধার করে কোনও ছবি তৈরি হয়েছে, তাকে দর্শকদের আনুকূল্য পেতে বড় একটা অপেক্ষা করতে হয়নি।