বেঙ্গল উইমেনস প্রো টি-টোয়েন্টি লীগ জিতল লাক্স শ্যাম কলকাতা টাইগার্স
বেঙ্গল উইমেনস প্রো টি-টোয়েন্টি লীগ ২০২৪ চ্যাম্পিয়ন হল লাক্স শ্যাম কলকাতা টাইগার্স। ফাইনালে মুর্শিদাবাদ কুইন্স-কে ৫ রানে হারিয়ে জয় আসে কলকাতার। মিতা পালের নেতৃত্বে পুরো টুর্নামেন্টেই দুর্দান্ত ক্রিকেট উপহার দিয়েছেন কলকাতার ক্রিকেটাররা।