আনন্দ: ছক ভাঙা এক কষ্টিপাথর

আনন্দ বললেন, “এই শহরেই কমপক্ষে আরও ১০০ জনের বেশি ইনকাম ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট কমিশনার রয়েছেন আর সারা ভারতবর্ষে এমন হাজার হাজার অ্যাসিস্ট্যান্ট কমিশনার রয়েছেন। কিন্তু মুশকিলটা কী হয়েছে জানেন? লোকে বলে যে ভারতবর্ষে নাকি একটাই আনন্দ বকসি রয়েছে। অ্যাসিস্ট্যান্ট কমিশনার সাহেব, যেদিন আপনি এমন একটা র‍্যাঙ্কে পৌঁছবেন যেখানে আপনি ছাড়া কেউ থাকবে না সেদিন আপনি আমাকে অর্ডার করতে পারবেন। সেই দিন দরকারে আমি আপনার একার জন্য গাইব। কিন্তু তার আগে সাহেব, আপনাকে সেই র‍্যাঙ্কে পৌঁছতে হবে”।