সূর্যর পাশে মারা; বিক্রমকে ‘ম্যাডি’ সারপ্রাইজ
ছবি মুক্তির আগে শুভেচ্ছাবার্তা জানালেন সুপারস্টার আর. মাধাবন। এই একই গল্পে ‘মারা’ ছবিতে অভিনয় করেছিলেন ‘ম্যাডি’ মাধাবন। সুপারহিট হয় সেই ছবি। “মারা আমার কেরিয়ারের খুব স্পেশ্যাল ছবি। আমি প্রচন্ড কানেক্ট করতে পেরেছি গল্পের সঙ্গে। এবার একই গল্প নিয়ে বাংলায় আসছে ছবি। প্রযোজক প্রবীর চক্রবর্তী এবং ‘সূর্য’ বিক্রম চট্টোপাধ্যায়কে শুভকামনা। আশা করি সুপারহিট হবে এই ছবি”, বার্তায় বলেন মাধবন। প্রসঙ্গত, বিক্রমের আগের ছবি ‘পারিয়া’ মুক্তির আগে শুভেচ্ছা জানিয়েছিলেন অভিনেতা ববি দেওল।