দীঘায় জগন্নাথ মন্দির তৈরিতে বাধা নেই, রায় হাইকোর্টের

দীঘায় জগন্নাথ দেবের মন্দির তৈরি করার কোনও সমস্যা নেই, চাইলে হিডকো সেটা করতেই পারে৷ এই ছাড়পত্র দিয়েছে কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ হিডকোর পক্ষেই এই রায় দিয়েছে। প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২০১৯-এ দু-একর জায়গা জুড়ে এই মন্দিরের প্ল্যান প্রকাশ করেন।

‘বিবেকের দংশন’: বাংলার কথাও বলবে ‘দ্য দিল্লি ফাইলস’

বাংলায় বিভাজন আজও শেষ হয়নি। এখনও যেন এক রাজ্যে দুটো দেশ আর তিনটে সংবিধান! ঠিক পড়ছেন। এমনটাই মত ‘দ্য কাশ্মীর ফাইলস্’ খ্যাত পরিচালক বিবেক রঞ্জন অগ্নিহোত্রীর। বাংলার একজন দূরদর্শী নেতা প্রয়োজন বলতেও ছাড়েন নি বিবেক। বলা চলে নাম না করে পক্ষান্তরে একহাত নিয়েছেন মমতার সরকারকেই।