পেশীশক্তি ও রাজনৈতিক যোগসাজশেই অবলুপ্ত শতাব্দী প্রাচীন মন্মথ কেবিন!

একটা পুরনো কথা লিখি। যে ছবিটা দেখছেন, সেটা উত্তর কলকাতার এক অতি প্রাচীন চায়ের দোকান কাম আড্ডার ঠেক, ‘মন্মথ কেবিন’। এখন তো লোকে এসবকিছুকে ‘ক্যাফে’ নামে ডাকে! শ্যামবাজার ট্রাম ডিপোর ঠিক উল্টোদিকে বিধান সরণীর ওপরেই। ঠিকানা, ৯৯ এ বিধান সরণী। এর অবস্থান। এই কেবিনের ঠিক ওপরেই এককালে ছিল কুমিল্লা ব্যাঙ্কের শাখা, যেখানে রবীন্দ্রনাথেরও একটা অ্যাকাউন্ট ছিল। কখনও সখনও কাজেকর্মে ব্যাঙ্কে এলে নীচের ওই কেবিনে দুদণ্ড বসতেন। পরবর্তীকালে শিবদাস ভাদুড়ি, বিজয়দাস ভাদুড়ি, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, সুঁটে বন্দ্যোপাধ্যায়, পঙ্কজ রায়, শক্তি চট্টোপাধ্যায়, অনেকেই আড্ডা জমাতে আসতেন। এতই প্রাচীন এই কেবিনের ইতিহাস। এককথায় একটা হেরিটেজ কেবিন।