বন্ধ হল ‘কু’ অ্যাপ, হলুদ পাখি উড়ল সারাজীবনের মত
সোশ্যাল মিডিয়ার স্টেকহোল্ডার হচ্ছে প্ল্যাটফর্ম, বিজ্ঞাপনদাতা, ইউজার এবং ক্রিয়েটর। প্ল্যাটফর্ম সবসময় জেনুইন ইউজার চায়, বিজ্ঞাপনদাতারা জেনুইন ইউজারের কাছেই পৌঁছাতে চায়, একজন ইউজার আরেকজন জেনুইন ইউজারের সঙ্গেই যুক্ত হতে চায় এবং ক্রিয়েটররাও জেনুইন ইউজারদের ফিডব্যাকই চায়। এই দিকটা ভেবেই সেল্ফ ভেরিফিকেশনের ব্যবস্থা চালু ছিল একমাত্র কু অ্যাপে। ই-মেইল লগ ইনে যেটা সম্ভব হয় না, ফোন নম্বর দিয়ে লগ ইন করার ফলে সেই ফেক ইউজারের সংখ্যা নগণ্যস্তরে নামিয়ে আনতে পেরেছিল কু।