অনির্বাণের নিবেদনে আসছে ‘মানিকবাবুর মেঘ’

‘মানিকবাবুর মেঘ’ দেখে প্রাচ্য এবং পাশ্চাত্যের দর্শকদের প্রতিক্রিয়ায় কোনও ফারাক না থাকা প্রযোজক বৌদ্ধায়ন মুখোপাধ্যায়কে আরও হাইপার লোকাল ছবি বানানোর সাহস দিয়েছে। তাঁর কথায়, “আমরা ছবির মাধ্যমে যত বেশি করে আমাদের শিকড়ের কাছে পৌঁছতে পারব ততই বেশি করে ‘গ্লোবাল’ হতে পারব। বিশ্বজনীন হওয়ার জ্বলজ্যান্ত উদাহরণ ‘মানিকবাবুর মেঘ’। একাকীত্ব প্রথম বিশ্ব এবং তৃতীয় বিশ্বের দেশের মধ্যে বিভেদ না করা একটা মহামারীর মত। আমরা সবাই আক্রান্ত। অসম্ভব হাইপার লোকাল উত্তর কলকাতার একাকীত্বে ভোগা একটা মানুষের গল্প তাই এস্তোনিয়া থেকে লস অ্যাঞ্জলেস, হংকং থেকে জোহানেসবার্গের মানুষকে একই ভাবে ছুঁয়ে গেছে”।