আমার আর চঞ্চলদার ট্যানট্রাম নেই তাই কেমিস্ট্রিটা দারুণ হয়েছে: মনামী
ফ্রেন্ডস্ কমিউনিকেশনের প্রযোজনায় সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় আসতে চলেছে মৃণাল সেন-এর জীবনীচিত্র ‘পদাতিক’। মৃণাল সেনের স্ত্রী গীতা সেনের চরিত্রে তাঁর লুক চমকে দিয়েছে সবাইকে। ছবির সেটে উপস্থিত হয়েই বোঝা গিয়েছিল, ট্রেলার মুক্তির পরেও দেখা গেছে শুধু লুক নয়, অভিনয়েও চমকে দিতে চলেছেন তিনি। ‘দ্য কাউন্টার কালচার’-এর সঙ্গে একান্ত আড্ডায় মনামী ঘোষ বললেন ‘পদাতিক’ কথা।