শনিবাসরীয় সন্ধেয় রবিবারের আমেজ নিয়ে ‘ফ্রাইডে’ ম্যাজিক

২০১৬ সালে আসে বাংলার প্রথম ওটিটি প্ল্যাটফর্ম আড্ডাটাইমস্। ২০২৩ সালে হাতফেরি হওয়ার পরে বর্তমানে সুরিন্দর ফিল্মস এই প্ল্যাটফর্মের সত্ত্বাধিকারী। ২০১৭। এল বাংলার দ্বিতীয় ওটিটি হইচই। উদ্যোগে প্রযোজনা সংস্থা এসভিএফ। ২০২০। অতিমারি চলাকালীন অ্যাঞ্জেল টেলিভিশন প্রাইভেট লিমিটেডের হাত ধরে এল বাংলার তৃতীয় ওটিটি প্ল্যাটফর্ম ক্লীক। ২০২৪। বাংলার চতুর্থ ওটিটি প্ল্যাটফর্ম হিসেবে আত্মপ্রকাশ করল ফ্রাইডে। ইতিমধ্যে ‘হইচই’ বাংলাদেশেও নিজেদের বিস্তার করেছে। ‘ফ্রাইডে’ বাংলাদেশে বিস্তার করবে কিনা সেটা সময় বলবে। তবে সব মিলিয়ে আগামীতে বাংলা ওটিটির কনটেন্টের লড়াই যে আরও জমে যাবে এ নিয়ে কোনও সন্দেহ নেই।