শহরে ওশিয়া হার্বালসের বিপণী, যাত্রা শুরু নুসরত জাহানের হাত ধরে

প্রসাধন সামগ্রীর দুনিয়ায় পরিচিত নাম ওশিয়া হার্বালস। সম্প্রতি শহর তিলোত্তমার একটি শপিং মলে ওশিয়া হার্বালসের একটি কিয়স্ক স্টোরের উদ্বোধন করলেন জনপ্রিয় অভিনেত্রী নুসরত জাহান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওশিয়া হার্বালসের প্রতিষ্ঠাতা তথা সিইও জীতেন্দ্র কুন্ডলিয়া এবং সংস্থার বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার বসুধা রায়।

প্রথমবার কলকাতায় ‘ইমাজিন’, ঘোষণায় নুসরত জাহান

২০০৮ সালে এই সংগঠন কাজ শুরু করলেও কলকাতা কখনও এই উদযাপনে সামিল হতে পারেনি। এবার সেই আক্ষেপ ঘুচিয়ে ‘ইমাজিন ২০২৪’-এর আসর বসতে চলেছে কলকাতার এক পাঁচতারা হোটেলে। শহরে এক সাংবাদিক সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ঘোষণা করলেন অভিনেত্রী নুসরত জাহান। অগাস্ট মাসের ৯ থেকে ১১, তিনদিন ধরে চলবে এই অনুষ্ঠান।