ওয়ান স্টেশন ওয়ান প্রোডাক্ট আনল ভারতীয় রেল
ওয়ান স্টেশন ওয়ান প্রোডাক্ট। যে সব সাধারণ মানুষ বিভিন্ন হস্তশিপ্ল এবং ক্ষুদ্রশিল্পের সঙ্গে জড়িত কিন্তু সুযোগের অভাবে বাজার তৈরি করতে পারেননি, তাদের জন্য ভারত সরকার নিয়ে এসেছে ‘ভোকাল ফর লোকাল অ্যান্ড লোকাল টু গ্লোবাল’ প্রকল্প। এখন কোনও শিল্পীর তৈরি সামগ্রী বিশ্বের দরবারে পৌঁছে দেওয়ার জন্য সাহায্য করার কেউ না থাকলেও সেই সুযোগ রেল দেবে ‘ওয়ান স্টেশন ওয়ান প্রোডাক্ট’ স্টলের মাধ্যমে।