সারাদিন অনাথ আশ্রমে ‘সূর্য’ বিক্রম, পাশে দর্শনা

কিছু মানুষ নিজের পাওয়াগুলো উজাড় করে দিতে চায় অন্যদের জন্য। নিজের জীবনের আনন্দের বিনিময়ে দেখতে চায় অন্যের হাসিমুখ। ছবির ‘সূর্য’ এরকমই। নিজে আগুনে পুড়ে আলোয় অন্যের জীবন ভরিয়ে দেওয়া সূর্য। অনাথ আশ্রমের বাচ্চাদের সঙ্গে সময় কাটাতে গিয়ে তাদের সঙ্গে ছবি আঁকা, খুনসুটি থেকে কেক কাটা সবই চলল দিনভর। বিক্রমদা আর দর্শনাদিকে পেয়ে বাচ্চারাও ভীষণ খুশি। হল একসঙ্গে জমিয়ে খাওয়া দাওয়া।