হোর্ডিং অপসারণ তরজা, মমতার সঙ্গে বৈঠক চায় ফোরাম

হকার উচ্ছেদ নিয়ে যেমন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক আয়োজন করেছিলেন, তেমনই এক বৈঠক আশা করছে দ্য আউটডোর অ্যাডভার্টাইজিং ফোরাম। পরিষ্কার একটা সমাধান চাইছে তারা। পদ্ধতিগতভাবে বকেয়া ট্যাক্স সংগ্রহ করা ও বেআইনি ব্যবসাগুলির বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবে কর্তৃপক্ষ, আশা ফোরামের।