“অভিষেককে বলেছি, তুই ইরফানের রোলটা করছিস”: সুজিত সরকার
সুজিত সরকার নামটা বাঙালি একটু অন্যভাবে উচ্চারণ করে। কারণ, মুম্বইতে বসে অন্য ভাষায় ছবি বানিয়েও তিনি বাঙালির মনের এমন একটা স্পর্শকাতর জায়গা ছুঁয়ে ফেলতে পারেন, যেটা হয়ত বাংলা ভাষায় ছবি বানিয়েও অনেক সময় সম্ভব হয় না। তাঁর জন্য যে বাঙালির মনে একটা আলাদা জায়গা থাকবে তা আর আশ্চর্যের কী! ‘অক্টোবর’ পরিচালক নভেম্বরের শেষে হঠাৎ হাজির কলকাতায়। সঙ্গে তাঁর নতুন ছবি ‘আই ওয়ান্ট টু টক্’ নিয়ে। সারাদিনের ব্যস্ততার মধ্যে সময় বার করলেন ‘আড্ডা’র জন্য। আর তিনি যখন মন খুলে কথা বলেন, সেটাও অনেকটা ওঁর সিনেমার মতই হয়। সুজিত সরকারকে সামনে পেলে তাই সত্যিই বলতে ইচ্ছা করে, ‘আই ওয়ান্ট টু টক্’।