পৌষালীর ভালবাসার রহস্য ‘সূচনা’য় রূপ-মেঘা
টলিউডে এই সময়ে দাঁড়িয়ে নারীর ক্ষমতায়নের এমন চিত্র দেখতে পাওয়াটা সোনালি রেখার মতোই। কারণ বিষয়টি খুব হাতেগোনা। শুধুমাত্র নতুন প্রযোজনা সংস্থার ব্যানারে ছবি তৈরি করাই নয়, নতুন মুখকে সামনে নিয়ে এসে সাহসী পদক্ষেপ নেওয়ার বিষয়টিকেও গুরুত্ব দিয়েছেন তাঁরা। প্রযোজনা সংস্থার রোমান্টিক থ্রিলার ছবি ‘সূচনা: দ্য বিগিনিং’-এর হাত ধরে টালিগঞ্জ পেতে চলেছে নতুন মুখ রূপ ও মেঘাকে। ছবিতে একটি বিশেষ চরিত্রে রয়েছেন ইন্দ্রজিৎ চক্রবর্তী।