দুই নারীর সম্পর্কের কাহিনি নিয়ে নেটফ্লিক্সে করণ, মুখ্য চরিত্রে কঙ্কনা-প্রতিভা

নিজের কাজের পরিসর এবার আর‌ও বিস্তৃত করতে চলেছেন করণ জোহর। সেই লক্ষ্যেই এগোচ্ছেন তিনি। নেটফ্লিক্সের জন্য এবার নারীকেন্দ্রিক ছবির নির্মাণ করতে চলেছে ধর্মা প্রোডাকশনস। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয়ের জন্য নির্বাচন করা হয়েছে কঙ্কনা সেনশর্মা ও প্রতিভা রন্তাকে।